আওয়ামী লীগে সাংগঠনিক কাজে গতি বাড়ানোর সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের খুলনা বিভাগীয় সাংগঠনিক টিমের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (৯ ফেব্রুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন ও দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় খুলনা বিভাগের অন্তর্গত মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ—এই চার জেলার সম্মেলন এবং সম্মেলন হওয়া বাকি সাত জেলার যেসব উপজেলায় সম্মেলন বাকি আছে সেগুলোর তারিখ নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মার্চ মাসের মধ্যে চার জেলার সম্মেলন শেষ করার বিষয়ে আলোচনা হয়েছে। একই সঙ্গে সম্মেলন হওয়া সাত জেলার যে উপজেলা বাকি আছে সেগুলো রমজানের আগে ও পরে সম্পন্ন করার কথা বলা হয়।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, গণতন্ত্রকে যারা বিশ্বাস করে তাদের প্রথমে রয়েছে আওয়ামী লীগ। গণতন্ত্রকে মাথায় রেখে আওয়ামী লীগ সব কর্মকাণ্ড পরিচালনা করে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যে সাত কর্মকর্তার নামে নিষেধাজ্ঞা দিয়েছে এটা নতুন কিছু নয়। এর আগেও তারা বহুবার এ কাজ করেছে। বাস্তবে আমাদের এটা বুঝতে হবে দেশের জনগণ এ বিষয়ে কী ভাবছে। র্যাব প্রতিষ্ঠা করেছে বিএনপি সরকার। র্যাবের ট্রেনিং, অস্ত্র—সব কিছু যুক্তরাষ্ট্র থেকে এসেছে। দেশের জনগণের মতামতের ওপর ভিত্তি করেই আওয়ামী লীগ কাজ করে, এগিয়ে যায়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াতের সব অপপ্রচারকে প্রতিহত করতে মাঠে থাকবে আওয়ামী লীগ। তাদের সব গুজব আমাদের প্রতিহত করতে হবে। এর সঙ্গে তাদের ষড়যন্ত্রের রাজনীতিকে প্রতিহত করেতে আমাদের কাজ করতে হবে। আমরা আগামী ২১ ফেব্রুয়ারির পর থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করবো।
Leave a Reply