ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পদক পেয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পাঁচ ক্রীড়াবিদ, একজন কোচ ও একজন কর্মকর্তা। গত বৃহস্পতিবার সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত ৪২তম জাতীয় সমাবেশে পদক বিতরণী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ জনকে পদকের সঙ্গে ৭৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এছাড়াও তারা আজীবন মাসিক দেড় হাজার টাকা করে পাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও আনসারের মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
পদক পাওয়া ৭ জন হলেন- তায়কোয়ান্দোর কোচ নির্মল চৌধুরী, বডিবিল্ডার আবদুল গফুর সুমন, ফেন্সার রেজাউল করিম, কারাতেকা জান্নাতুল ফেরদাউস সুমি, বক্সার জুয়েল আহমেদ জনি, জিমন্যাস্ট মুশফিকা আক্তার বিথী এবং সহকারী পরিচালক (ক্রীড়া) মো: রায়হান উদ্দিন ফকির।
Leave a Reply