ক্রীড়া প্রতিবেদক
আবারও ম্যাচসেরা সাকিব আল হাসান। বিপিএলে টানা ৫ ম্যাচে সেরা হয়ে যেন রেকর্ড গড়ে ফেললেন বিশ্বসেরা অলরাউন্ডার। গতকাল বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে ১ উইকেট নেন। তারপর ব্যাট হাতে মাত্র ২৯ বলে ৫১ রানের ঝড় ইনিংস খেলেন। ৮ উইকেটে ঢাকাকে হারায় বরিশাল। প্রথমে ব্যাট করে তামিম ইকবালের ৬৬ রানে ভর করে ৯ উইকেটে ১২৮ রান করেছিল ঢাকা। লক্ষ্য তাড়া করতে নেমে ২৭ বল আগেই সহজ জয় তুলে নেয় বরিশাল। গতকাল আরেক ম্যাচে লিটন দাস ও মঈন আলীর ঝড়ো ব্যাটিংয়ে ৬৫ রানের বিশাল জয় পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
প্রথমে ব্যাট করে গতকাল ১৮৮ রান করেছিল ভিক্টোরিয়ান্স। মাত্র ৩৫ বলে ৭৫ মঈন আলী, ১৭ বলে ৪১ লিটন দাস! দুই তারকার বিস্ফোরক ব্যাটিংয়ে খুলনা টাইগার্সকে উড়িয়ে দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। লিটনের ঝড় থামতে না থামতেই যেন টর্নেডো করে দেন ইংলিশ তারকা মঈন আলী। তার ৭৫ রানের ক্যারিশম্যাটিক ইনিংসে ছক্কাই ৯টি। ব্যাটিংয়ের পর বল হাতেও দুর্দান্ত মঈন। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দারুণ বোলিং করেছেন কুমিল্লার পেসার আবু হায়দার রনি। চার ওভারে তিনি ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৩ রানেই গুটিয়ে যায় মুশফিকুর রহিমের খুলনা। টাইগার্সের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন থিসারা পেরেরা। এ ছাড়া সৌম্য সরকার করেছেন ২২ রান। অধিনায়ক মুশফিক রানের খাতাই খুলতে পারেননি।
Leave a Reply