নিজস্ব প্রতিবেদক
ক্রেডিট কার্ড চালুর আগে কোনো ধরনের ফি কাটতে নিষেধ করেছে বাংলাদেশ ব্যাংক। গত মঙ্গলবার এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ড সক্রিয় করার আগে গ্রাহকের উপর কোনো নন-ট্রানজেকশনাল ফি যেমন বার্ষিক কার্ড ফি, সিআইবি ফি বা এসএমএস ফি কেটে নেওয়া যাবে না।
বর্তমানে কিছু ব্যাংক ক্রেডিট কার্ড চালু করার আগে নন-ট্রানজেকশনাল ফি কেটে নিচ্ছে। আর অনাদায়ে গ্রাহককে বিরূপমানে শ্রেণিকরণ করেছে। এর ফলে গ্রাহক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
বাংলাদেশ ব্যাংক বলেছে, ক্রেডিট কার্ড সক্রিয় করার পরে নন-ট্রানজেকশনাল ফি কাটা যাবে। আর চালুর পর কোনো লেনদেন না হলে অপরিশোধিত বা বিলম্বে পরিশোধজনিত কারণে নন-ট্রানজেকশনাল ফি’র অতিরিক্ত কোনো জরিমানা আরোপ করা যাবে না।
এছাড়া নন-ট্রানজেকশনাল ফির ওপর কোনো অবস্থাতেই সুদ আরোপ করা যাবে না বলে সার্কুলারে জানানো হয়েছে।
লেনদেনবহির্ভূত মাশুলের ওপর কোনো অবস্থাতেই মুনাফা আরোপ করা যাবে না। এ ধরনের মাশুল অনাদায়ী থাকলে তার জন্য গ্রাহককে খেলাপি করা যাবে না।
তবে ক্রেডিট কার্ডে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় যথাসময়ে পরিশোধ না হলে ঋণ শ্রেণিকরণ ও নিরাপত্তা সঞ্চিতিবিষয়ক নীতিমালা অনুসরণ করে গ্রাহককে খেলাপি করা যাবে।
ক্রেডিট কার্ডের বিল সম্পূর্ণ বা আংশিকভাবে আদায় হলে লেনদেনবহির্ভূত মাশুল সমন্বয়ের পরে গ্রাহকের লেনদেনসংক্রান্ত দায় সমন্বয় করা যাবে।
Leave a Reply