প্রেস বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা, আনন্দ, শ্রদ্ধা ও ভালবাসার মধ্যদিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। ১৭ মার্চ পূর্বাহ্নে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ,এফসিএমএ এবং ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আফজাল করিম-এর নেতৃত্বে কর্পোরেশনের বিপুলসংখ্যক কর্মকর্তা-কর্মচারী বিএইচবিএফসি’র সদর দফতরস্থ নিজস্ব বঙ্গবন্ধু প্যাভিলিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। পরিচালনা পর্ষদের অন্যতম পরিচালক তপন কুমার ঘোষ এসময় উপস্থিত ছিলেন।
‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার/সকল শিশুর সমান অধিকার’ প্রতিপাদ্য সামনে রেখে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে দিনটি পালন করে বিএইচবিএফসি। প্রতিষ্ঠানটির কর্মসূচীর মধ্যে আরো ছিল: জাতীয় পতাকা উত্তোলন, ধানমন্ডিতে মুক্তিযুদ্ধ জাদুঘর সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ আলোচনা ও জাতির পিতার আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল। ড. সেলিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়াও, এদিন প্রতিষ্ঠানটির সদর দফতর ও গোপালগঞ্জ অফিস ভবন আলোকসজ্জিত করা হয়। সারাদেশে বিএইচবিএফসি’র মাঠ-কার্যালয়সমূহ কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি স্থানীয় প্রশাসন গৃহীত অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
Leave a Reply