ঝিনাইদহ আদালত মনিটরিং
নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ আদালত মনিটরিং ও ঝিনাইদহ বিচার বিভাগের সাথে মতবিনিময় করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট কর্তৃক গঠিত অধস্তন আদালত মনিটরিং কমিটির খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন। গত বৃহস্পতিবার বিকালে জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করেন ঝিনাইদহ বিচার বিভাগ। বিচারপতি জাহাঙ্গীর হোসেন বিচারকদের প্রতিদিন দুই বেলা এজলাসে উঠার নির্দেশনা দেন। কর্মঘন্টার সঠিক ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য তিনি বিচারকদেরকে তাগিদ দেন। কোন সাক্ষী আদালতে আসলে তাদেরকে যোন অবশ্যই আদালতে উপাস্থাপন করা হয়, এ ব্যপারে তিনি পাবলিক প্রসিকিউটরদের আরো আন্তরিক হবার পরামর্শ দেন। বিচার বিভাগ আধুনিকায়নে ও তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করনের জন্য তিনি তাগিদ দেন। তদন্ত দ্রুত শেষ করা, গ্রেফতারি পরোয়ানা যথা সময়ে তামিল করাও সাক্ষী উপস্থাপনে আরো আন্তরিক হওয়ার জন্য তিনি পুলিশ সুপারদের প্রতি পরামর্শ দেন। বিনামুল্যে আইনে সহায়তা কার্যক্রমকে তৃণমুল পর্যায়ে পৌছে দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের কাজে লাগানোর ক্ষেত্রে জেলা প্রশাসককে ভুমিকা রাখার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। সেসময় বিচারপতি মোঃ জাহাঙ্গী হোসেন আদালতে ১০ বছরের পুরানো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিস্পত্তি করারর তাগিদ দেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত বিচারপতি মোঃ জাহাঙ্গীর হোসেন আদলতের বিভিন্ন মামলার এজলাস পরিদর্শন করেন। বিচারপ্রার্থী এবং জনগনের কথা শোনেন। এসময় উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মোঃ নাজিমুদ্দৌলা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুানালের বিচারক চাঁদ মোহাম্মদ আলিম আল রাজী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: শওকত হোসাইন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আল আমিন মাতুব্বর, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, আদালতের অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply