নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা সিটি করপোরেশনসহ বুধবার অনুষ্ঠিত পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ভোট শেষে আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে সিইসি সাংবাদিকদের একথা বলেন। হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাদের অসুবিধা হচ্ছিল। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান সিইসি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ্য করেছি, যারা একটু বয়োবৃদ্ধ, তাদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।
Leave a Reply