নিজস্ব প্রতিবেদক : শরীয়তপুর জেলা লিগ্যাল এইড অফিস কর্তৃক শরীয়তপুর জেলা ও দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল এবং চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ও সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ক এক উদ্বুদ্ধকরণ কর্মশালার আয়োজন করা হয়েছে। গত রোববার (২৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালত ভবনের ২০৩ নং কক্ষে সহকারী জজ মোঃ সালাউদ্দিন এর সঞ্চালনায় আয়োজিত উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক স্বপন কুমার সরকার, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সালেহুজ্জামান এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ তারিক এজাজ। উক্ত কর্মশালায় জেলা লিগ্যাল এইড অফিসার ( বিজ্ঞ সিনিয়র সহকারী জজ) জনাব মোঃ খালেদ মিয়া আইনগত সহায়তা প্রদান আইন ও বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা পেশ করেন। কর্মশালায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান বলেন, দক্ষ কর্মচারী একটি দেশের সম্পদ। আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ আপোষযোগ্য মামলা নিজেরাই আপোষ করতে পারেন, প্রয়োজনে আপোষ-মিমাংসার জন্য লিগ্যাল এইড অফিসে প্রেরণ করতে পারেন। আদালতের সহযোগী কর্মচারীদেরও দক্ষতা আর্জন করতে হবে বিচার প্রার্থী মানুষের স্বার্থে।
Leave a Reply