চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র আইনে দায়ের করা মামলায় মিলন মিয়া (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও অপর একটি ধারায় ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।
আদালতের আদেশে উল্লেখ বলা হয়, একটি ধারায় প্রদত্ত সাজাভোগের পর অপর সাজা ধারাবাহিকভাবে ভোগ করতে হবে।
সোমবার (১২ জুন) বিকেল চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল-১ ও সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামীর উপস্থিতিতে এই আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত মিলন গোমস্তাপুর উপজেলার হুজরাপুরের সলটেস আলীর ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, গত ২০২১ সালের ৫ আগস্ট নাচোলের ঝিকড়া গ্রামে র্যাবের অভিযানে দুটি পিস্তল, চারটি গুলি ও দুটি ম্যাগজিনসহ গ্রেপ্তার হন মিলন।
এ ঘটনায় পরদিন র্যাব-৫ এর উপপরিদর্শক (এসআই) আলাউদ্দীন বাদি হয়ে নাচোল থানায় একটি মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও নাচোল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ২৫ দিন পর ৩১ আগস্ট মিলনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ এই রায় দেন।
Leave a Reply