তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি : জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো ও প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগ ও কারিগরি প্রশিক্ষন কেন্দ্র ফরিদপুরের অধ্যক্ষ মোঃআখতারুজ্জামান এর সভাপতিত্বে আজ বেলা বারোটায় ফরিদপুরের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) অডিটোরিয়ামে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ইন্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ ড. বিমল বিশ্বাস জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ রেজাউল করিম প্রমূখ।
সেমিনারে বক্তারা বলেন প্রবাসীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনে বিশেষ ভূমিকা পালন করছে। দক্ষতা অর্জন ছাড়া যারা বিদেশে যাচ্ছেন তারা বিভিন্ন ভাবে প্রতারিত হচ্ছেন। দালালদের দৈরত্ব কমাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আরো ভূমিকা রাখার আহবান জানান । বর্তমান সরকার কারিগরি শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছেন।
Leave a Reply