লুৎফর রহমান উজ্জ্বল -টাঙ্গাইল।
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে । নিহত মোঃ আমিনুল ইসলাম টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের জশিহাটি গ্রামের মৃত গনি শিকদারের ছেলে এবং জশিহাটি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক।
আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোর সকাল সাড়ে ছয়টার দিকে টাঙ্গাইল শহর সংলগ্ন ঘারিন্দা বাইপাসে এ দুর্ঘটনা ঘটে ।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্মীয়-স্বজন সূত্রে জানা যায়- নিহত আমিনুল ইসলাম টাঙ্গাইল শহরস্থ বাসা থেকে মোটর সাইকেলযোগে নিজের কর্মস্থল ও গ্রামের বাড়ি জশিহাটির দিকে যাচ্ছিলেন। ঘারিন্দা বাইপাসের কাছে আসলে আন্ডারপাসের নিচে ঢাকাগামী ঘাতক ট্রাকটি তাকে পেছন দিক থেকে চাপা দেয় এবং প্রায় ৩০-৪০ ফুট ছেচরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আমিনুল ইসলামের মৃত্যু হয়। পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাক এবং ট্রাকের ড্রাইভারকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করে।
নিহতের সমন্ধি খাজা মোঃ শহিদুর রহমান বলেন – আন্ডার পাস ক্রস করার সময় একটা ট্রাক এসে আমিনুল ইসলামকে চাপা দেয় । ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলকি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বলেন -নিহত আমিনুল ইসলাম খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। পারিবারিকভাবেও আমাদের মধ্যে সম্পর্ক আছে। সড়ক দুর্ঘটনায় উনার আকস্মিক মৃত্যুটা খুব বেদনাদায়ক।
টাঙ্গাইল এলেঙ্গা হাইওয়ে পুলিশের এস আই সাকিব হাসান বলেন- নিহত আমিনুল ইসলাম আন্ডারপাস ক্রস করার সময় ঢাকাগামী বেপরোয়া গতির ঢাকা মেট্রো- ট ২৪- ৬৬৩৭ ট্রাকটি এসে তাকে চাপা দেয় এবং বেশ অনেকটা দূর পর্যন্ত ছেচড়ে নিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ট্রাক এবং ট্রাকের ড্রাইভার মোঃ জসিমকে আটক করেছে। পরে নিহতের স্ত্রী নাজমুন নাহার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ।
Leave a Reply