1. admin@shadhin-desh.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা ও দায়রা জজসহ নবনিযুক্ত দুই বিচারককে আইনজীবী সমিতির সংবর্ধনা শেরপুরে হেলমেট না থাকলে মিলবেনা তেল কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা মাদারিপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন প্রাণে মারার হুমকি ও মানহানির কারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে “সচেতনতামূলক” সভা অনুষ্ঠিত নওগাঁয় লিগ্যাল এইডের গণশুনানী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

যশোরের ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরছেন ডা. তৌহিদুজ্জামান তুহিন

  • আপডেট সময় : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৪২ বার পঠিত

‘আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার

কাছ থেকে দোয়া নিয়ে প্রার্থিতা ঘোষণা করেছি’

চৌগাছা-ঝিকরগাছার প্রতিটি ইউনিয়নের ডা. তৌহিদুজ্জামানের মতবিনিময়, উঠোন বৈঠক ও প্রচারনা

  • যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী

যশোর প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন যশোর-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ঝিকরগাছা হাসপাতাল রোডে তাঁর পিতা-মাতার নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে এই মতবিনিময় সভায় শতাধিক দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধি অংশ নেয়। এসময় ডা. তৌহিদুজ্জামান বলেন, ‘পেশাগত কারণে ডাক্তার হিসেবে আমি মানবসেবায় জড়িত। সেবার মানসিকতা থেকে নিজের পিতা মাতার নামে কনসালটেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেছি। এখানে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে স্বাস্থ্যসেবা দেয়া হয়। তিনি আরো বলেন, রাজনীতি হলো জনসেবার বড় একটি প্লাটফর্ম। বৃহৎ পরিসরে জনসেবা করার উদ্দেশ্যে আমি যশোর-২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছি’। অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারলে এলাকায় হৃদরোগীদের সুচিকিৎসার জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করর। স্কুল-কলেজসহ এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখব। ডা. তোহিদুজ্জামান আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদের একমাত্র জামাতা। তিনি ঢাকা স্কয়ার হসপিটালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি ঝিকরগাছা হাসপাতাল রোডে পিতা মাতার নামে দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে সেখানে বিনামূল্যে ও নামমাত্র মূল্যে স্বাস্থসেবা দেন। মতবিনিময় সভায় অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশ, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. মুস্তাফিজুর রহমান মুসা, যশোর জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইমরান রশিদ, নাভারণ ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, হাজিরবাগ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, পানিসারা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন পিপুলসহ পৌর কাউন্সিলরবৃন্দ, ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ। এর আগে ডা. তৌহিদুজ্জামান ঝিকরগাছা পাইলট গার্লস হাইস্কুল ও সরকারি শহিদ মশিয়ূর রহমান কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। গত মঙ্গলবার দিনব্যাপী তিনি চৌগাছার নারায়নপুর ইউনিয়নের চাঁদপুর বাজার, ফাসতলা বাজার ও বড় খানপুর বাজারে গণসংযোগ করেন ও সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত প্রচারপত্র বিলি করেন।
গত মঙ্গরবার (২৬ সেপ্টেম্বর) চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বড় খানপুর বাজার, ফাসতলা বাজার ও চাঁদপাড়া বাজারে গণসংযোগ এবং মানুষের মাঝে সরকারের উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন।
গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) চৌগাছায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামানের গণসংযোগ। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. তৌহিদুজ্জামান তুহিন গণসংযোগ করেছেন। দিনব্যাপী তিনি উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদ, ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়, চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে দিনব্যাপী এ গণসংযোগ চালান। এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত প্রচারপত্র বিলি করেন এবং আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। গত বৃহস্পতিবার সকালে তিনি চৌগাছা উপজেলার ধূলিয়ানী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ইউপি চেয়ারম্যান এসএম মোমিন উদ্দীনসহ ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত এবং মতবিনিময় করেন। এরপর তিনি ধূলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। এদিন বিকেলে তিনি চৌগাছা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মৎসজীবী লীগের সভাপতি মো. আবুল কাশেমের সাথে মতবিনিময় করেন। এসময় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যশোর জিলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম বাপ্পী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আব্দুল বারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সাজ্জাদ নুরুল হক বিন্তু প্রমুখ।
গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। যশোর-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী এলাকার সন্তান হিসাবে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে তিনি কাজ করতে চান। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন দেশের স্বনামধন্য হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এবং সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জামাতা। গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ ঘোষণা দেন। মতবিনিময়কালে তৌহিদুজ্জামান তুহিন বলেন, বিভেদ সৃষ্টি করতে নয়, অনেকেই মনোনয়ন প্রত্যাশী আছেন, তাই আমিও আমার প্রার্থিতা ঘোষণা করলাম। পৃথিবীতে সবকিছু পরিবর্তন হয়। গত তিন সংসদ নির্বাচনের প্রত্যেকবারেই প্রার্থী পরিবর্তন হয়েছে। এলাকার সন্তান হিসাবে স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তন ও স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে তিনি কাজ করতে চান। তিনি জানান, তার বাড়ি ঝিকরগাছা উপজেলার কৃর্ত্তিপুর গ্রামে। এ সংসদীয় আসনের মানুষের সুখে-দুঃখে তিনি দীর্ঘদিন ধরে পাশে রয়েছেন। কয়েক দশক ধরে নিজ এলাকায় যুবসমাজকে নিয়ে কাজ করছেন। স্বাস্থ্য ও সামাজিক নানা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, এই নির্বাচনে যদি আওয়ামী লীগ নির্বাচিত না হয়, তাহলে বাংলাদেশের রাজনীতি একটি ভিন্ন ধারায় প্রবাহিত হতে পারে। ফলে বঙ্গবন্ধুর আদর্শ, স্বাধীনতার মূল্যবোধ, বাঙালি জাতির কৃষ্টি-সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে কাজ করতে চাই। তিনি সভা, সমাবেশ, উঠোন বৈঠক, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমর্থন আদায়ের চেষ্টা করে যাচ্ছেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনছেন। বর্তমান সরকারের উন্নয়নের ফিরিস্তি ভোটারদের হাতে তুলে দিচ্ছেন ও ভোটারদের বিভিন্ন আশ্বাস প্রদান করছেন। তিনি আরও বলেন, ইতোমধ্যে দুই উপজেলার তৃণমূল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার কাজ করছি। তাদেরকে নিয়ে সরকারের উন্নয়ন মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। দলীয় মনোনয়ন না পেলে যিনি নৌকা পাবেন, তাঁর পক্ষেই নির্বাচনে কাজ করবো। আমি আ’লীগের মনোনয়ন প্রত্যাশী। নেত্রীর কাছে দলীয় মনোনয়ন চাইব। কেননা তৃণমূলের নেতা-কর্মীদের দাবির পেক্ষিতে আমি এই আসনের প্রার্থী হতে চাই। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। এবং গত বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে ঝিকরগাছা উপজেলা মোড়স্থ বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি ঝিকরগাছা বাজারে আনুষ্ঠানিক প্রচারণায় শুরু করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ডা. মো. তৌহিদুজ্জামান তুহিন আনুষ্ঠানিক গণসংযোগ শুরু করেছেন। তিনি ঢাকা স্কয়ার হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান এবং সিনিয়র কনসালটেন্ট। এ সময় ঝিকরগাছা বাজারের বিভিন্ন দোকানি, পথচারী, ভ্যান-ইজিবাইক চালকসহ স্থানীয়দের মাঝে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র সম্বলিত লিফলেট বিতরণ করেন। এর আগে বৃহস্পতিবার সকালে যশোর প্রেসক্লাবে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি যশোর-২ আসনে নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশার কথা জানান। ডা. তৌহিদুজ্জামান সামাজিক কর্মকাÐ হিসাবে ঝিকরগাছা হাসপাতাল রোডে মরহুম বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত দৌলতুন্নেসা-ওহাব ফাউন্ডেশনে বীরমুক্তিযোদ্ধা, দুঃস্থ, এতিম, অস্বচ্ছল, অসহায়, প্রতিবন্ধী ও জন্মগত হৃদরোগীর বিনামূল্যে বা নামমাত্র মূল্যে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা সেবা দিয়ে আসছেন। তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাংবাদিকদের তিনি জানান, চিকিৎসা সেবার পাশাপাশি বৃহৎ পরিসরে জনসেবার জন্য আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করছেন। মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে, হৃদরোগ চিকিৎসার সহজলভ্যতা নিশ্চিতের পাশাপাশি এই এলাকার মানুষের জন্য পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণ করবেন। এছাড়া এলাকার অবকাঠামোগত উন্নয়নে, এবং স্মার্ট বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। ইতোমধ্যে নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন। সভা, সমাবেশ, উঠান বৈঠক ও সমর্থন আদায়ের চেষ্টাসহ এলাকাবাসীর সমস্যার কথা শুনছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 © Shadhin Desh
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!