কাজী নাফিস ফুয়াদ মাদারিপুর প্রতিনিধিঃ
মাদারীপুরে আগামীকাল (১২ ডিসেম্বর) মোঙ্গলবার – দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে, সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন, সিভিল সার্জন মনীর আহমেদ খান। (১১ ডিসেম্বর ) জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন মনীর আহমেদ খান, এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।জানা যায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলায়, ৩৬০ টি কেন্দ্র, রাজৈর উপজেলায় ২৬৪ টি কেন্দ্র, শিবচর ৪৫৬টি কেন্দ্র, মাদারীপুর ও শিবচর পৌরসভার) মিলিয়ে ৬৪ কেন্দ্র, জেলায় মোট ১৫০৪ টি কেন্দ্রে ৬- থেকে ১১মাস, বয়সী২১-হাজার ৫৬৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২,থেকে ৫৯ মাস বয়সী ১,লক্ষ্য ৪৯- হাজার ৯০৭ জন শিশুদের লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
প্রেস ব্রিফিং এ সভাপতির বক্তব্যে বলেন,, ভিটামিন এ ক্যাপসুল অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুদের রক্ষা করে,শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে,ডায়রিয়ার ব্যাপ্তিকাল ও জটিলতা কমায় এবং শিশুমৃত্যর ঝুঁকি কমায়।
জেরোফথ্যালমিয়া (রাতকানা ও বিটর্টস স্পট) দীর্ঘমেয়াদি ডায়রিয়া হাম ও মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে।
আয়োজিত প্রেস ব্রিফিং এ বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি- মোঃ শাজাহান খান, মাদারীপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি ও মাদারীপুর প্রেস ক্লাবের সভাপতি, মোঃ গোলাম মাওলা আকন্দ। মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক, এস, এম আরাফাত হাসান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাস সহ অনেকে।প্রেস ব্রিফিং এ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
Leave a Reply