আবুল কালাম আজাদ
কুড়িগ্রামের উলিপুরে শর্ট সার্কিটের আগুনে পুড়ে নগদ টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। আগুনে পুড়ে ঔষধ, কাপড়, ডিম, ভূষি ও ফিডের পাইকারী দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে, রোববার (১০ ডিসেম্বর) রাতে থেতরাই বাজারে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার থেতরাই ইউনিয়নের থেতরাই বাজারের ব্যবসায়ীরা রোববার রাতে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাত সাড়ে এগারোটার দিকে শর্ট সার্কিটের কারনে কাপড়ের দোকান থেকে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এ সময় মহুর্তেই সেই দোকানের পাশে থাকা আরও ৩টি দোকানে আগুন ছড়িয়ে পরে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হুমায়ুন কবির, রফিক মিয়া, সুজা মিয়া ও রফিকুল ইসলাম বলেন, আমাদের এই বাজারে ফিড, ভূষি, ডিম, কাপড় ও ঔষধের পাইকারী দোকানের ব্যবসা ছিল। শর্ট সার্কিটের আগুন থেকে আমাদের চারটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের নগদ টাকা সহ প্রায় ৩৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন। তারা আরও বলেন, ধারদেনা করে দোকানে মালামাল করেছিলাম কিন্তু আগুনে সব শেষ হয়ে গেলো। এখন পরিবার পরিজন নিয়ে আমরা বিপদে পড়েছি।
থেতরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের এই বাজারের সবচেয়ে বড় দোকান ছিল ফিড ও ভূষির দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার আব্বাস আলী বলেন, প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে ৪টি দোকানে ছড়িয়ে পরা আগুন নিয়ন্ত্রনে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারনে আগুনের সূত্রপাত হতে পারে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারন করা হবে।
Leave a Reply