1. admin@shadhin-desh.com : admin :
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশু আইন ২০১৩ বাস্তবায়ন শীর্ষক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা ও দায়রা জজসহ নবনিযুক্ত দুই বিচারককে আইনজীবী সমিতির সংবর্ধনা শেরপুরে হেলমেট না থাকলে মিলবেনা তেল কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর মনোহরদীতে উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যাঁরা মাদারিপুরে পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে বিপাকে গ্রাহক ফ্রান্স প্রবাসী সালাউদ্দিন প্রাণে মারার হুমকি ও মানহানির কারণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে “সচেতনতামূলক” সভা অনুষ্ঠিত নওগাঁয় লিগ্যাল এইডের গণশুনানী অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ক্লিনিক মালিক সমিতির কমিটি গঠন

এক লক্ষ মামলার ভারে জর্জরিত কক্সবাজারের বিচার বিভাগ – জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল

  • আপডেট সময় : শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২
  • ২৭২ বার পঠিত

কক্সবাজারের বিচার বিভাগীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত

মুশফিকুর রহমান : কক্সবাজারের বিচার বিভাগ প্রায় এক লক্ষ মামলার ভারে জর্জরিত। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেন, প্রধানমন্ত্রীর স্বদিচ্ছায় কক্সবাজারকে ইতিমধ্যে আধুনিক, উন্নত ও মডেল জেলা হিসেবে গড়ে তোলার জন্য এখানে উন্নয়নমূলক বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। যার ফলে কক্সবাজারে জায়গা জমির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। জমি-জমার বিরোধের কারণে মামলা মোকদ্দমার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, ভৌগোলিক অবস্থানের জন্য সীমান্ত হয়ে আসা মাদক পাচারের কারণে মাদকের মামলাও বৃদ্ধি পাচ্ছে। গত শনিবার (২ এপ্রিল) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে ‘বিচার বিভাগীয় সম্মেলন-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির স্বাগত বক্তব্যে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ কথা বলেন। তিনি বলেন, ইতিপূর্বে জেলায় বিচার বহির্ভূত প্রতিটি হত্যাকান্ডে তিনটি করে যথাক্রমে মাদক, অস্ত্র, হত্যা মামলা করে ফৌজদারী মামলার অধিক্যতা বৃদ্ধি করা হয়েছে। অতি উৎসাহী হয়ে এইরূপ মামলা বৃদ্ধি করে বিচারক ও বিচার বিভাগকে ব্যস্ত করে রাখা হয়েছে। যা বিচার বিভাগের জন্য মোটেও সুখকর নয়। এজন্য বিচারপ্রক্রিয়া বিলম্বিত ও ব্যাহত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল প্রকৃত অপরাধীদের মামলায় অন্তর্ভুক্ত করে, নির্দোষ ও নিরীহদের মামলায় না জড়িয়ে মামলার বিচার কার্যক্রম সুষ্ঠু ও দ্রুততম সময়ে নিষ্পত্তিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। অতি উৎসাহী না হয়ে, আইনানুগ ও পেশাদারিত্ব দিয়ে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত সকলের প্রতি আহবান জানান। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল বলেন, মামলা করার উপাদান থাকলেই মামলা দায়ের করা উচিত। তুচ্ছ ও অযাচিত বিষয়ে নাজেনে, নাশুনে হুট করে মামলা দায়ের করার প্রবনতা কমাতে হবে। তিনি মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে সঠিকসময়ে, সঠিকভাবে অভিযোগপত্র আদালতে দাখিল করার জন্য তদন্তকারী কর্মকর্তাগণের দপ্তর প্রধানদের নির্দেশনা দেন। মেডিকেল সার্টিফিকেট মামলার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই যথাযথ মেডিকেল সার্টিফিকেট প্রদানে সতর্কতা অবলম্বন করতে চিকিৎসকদের প্রতি তিনি আহবান জানান। জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ সাজ্জাতুন নেছা লিপি’র সঞ্চালনায় এবং জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আব্বাস উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনায় জেলা বিচার বিভাগীয় এ সম্মেলনে কোরআন তেলওয়াত করেন সহকারী জজ আবদুল মান্নান, ত্রিপিটক পাঠ করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ এবং গীতা পাঠ করেন জেলা জজ আদালতের স্টাফ প্রদীপ চক্রবর্তী। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এর দিক নির্দেশনামূলক স্বাগত বক্তব্যের পর সম্মেলনে উপস্থিত বিচারক, বিভিন্ন দপ্তর প্রধান, আইনজীবী সহ আমন্ত্রিত অতিথিরা উম্মুক্ত আলেচনায় অংশ নেন। সম্মেলনে আলোচকবৃন্দ নিজ নিজ অবস্থান ও দায়িত্ব থেকে সুষ্ঠু বিচার ব্যবস্থার জন্য বিচার বিভাগকে সহায়তাসহ দ্রুত মামলা নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন। আইনজীবীগণ তাদের বক্তব্যে বিচার বিভাগীয় সম্মেলনের আয়োজন করায় সিনিয়র জেলা জজ মোহাম্মদ ইসমাইল কে ধন্যবাদ জানান। দুই পর্বে অনুষ্ঠিত হওয়া এই বিচার বিভাগীয় সম্মেলনে বিচারকদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর মুহাম্মদ ফারুকী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান, ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ মুহাম্মদ সাইফুল ইসলাম, সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর ছিদ্দিকী, চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল মাজিস্ট্রেট রাজিব কুমার দেব, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শ্রীজ্ঞান তঞ্চঙ্গাঁ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসাদ উদ্দিন মো: আসিফ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সোয়েব উদ্দিন খাঁন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হামিমুন তানজুন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম, চকরিয়ার সহকারী জজ জিয়া উদ্দিন আহমদ, টেকনাফের সহকারী জজ মো: ওমর ফারুক, রামু’র সহকারী জজ মো: মাজেদ হোসাইন, মহেশখালীর সহকারী জজ আবদুল মান্নান সহ জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসীতে কর্মরত বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে কক্সবাজারের বিভিন্ন দপ্তর প্রধানগণের মধ্যে পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, টুরিস্ট পুলিশের এসপি মোঃ জিল্লুর রহমান, সিআইডি’র এসপি, পিবিআই এর এসপি, এপিবিএন এর এসপি, সিভিল সার্জন ডা: মো: মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী, ২ বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি, ৩৪ বিজিবি’র অধিনায়কের প্রতিনিধি, র‌্যাব-১৫ অধিনায়কের প্রতিনিধি, জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক, কোস্ট গার্ডের স্টেশন কমান্ডার, জেলা কারাগারের তত্বাবধায়ক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সুফিয়ান, উত্তর ও দক্ষিণ এর বিভাগীয় বন কর্মকর্তাদ্বয়, দুদক সমন্বিত জেলা কার্যালয় কক্সবাজার এর উপ পরিচালক, সমাজ সেবা অফিসের প্রবেশন অফিসার, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক, কোর্ট পুলিশ পরিদর্শক প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 © Shadhin Desh
Theme Customized By Theme Park BD
error: Content is protected !!